Home » ব্যক্তিগত তথ্য গুগল ম্যাপস থেকে মুছে ফেলবেন যেভাবে

ব্যক্তিগত তথ্য গুগল ম্যাপস থেকে মুছে ফেলবেন যেভাবে

by Khagrachari Pratidin
0 comment
গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপস এখন পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের যেকোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।
তবে গুগল ম্যাপসে অনেকেই ব্যক্তিগত নানা তথ্য দিয়ে রাখেন। যেমন- বাড়ির ছবি, ঠিকানা, গাড়ির নম্বর প্লেট। এত কিছু পাবলিক করাতে আপনি বিপদে পড়তে পারেন যেকোনো মুহূর্তে। এসব তথ্যকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা। গুগল ম্যাপস থেকেই পেয়ে যাচ্ছে আপনার বাড়ির ঠিকানা, গাড়ির নম্বর প্লেটসহ নানা ব্যক্তিগত তথ্য।
চাইলে গুগল ম্যাপস থেকে এসব তথ্য সরিয়ে ফেলতে পারেন। চলুন দেখে নেয়া যাক কীভাবে কাজটি করবেন-
– প্রথমে গুগল ম্যাপস খুলুন এবং সাইন ইন করুন।
– তারপর সার্চ বারে আপনার ঠিকানা বা আপনার বাড়ির অবস্থান খোঁজার চেষ্টা করুন।
– আপনি ঠিক কোথায় থাকেন তা বুঝতে, মানচিত্রে জুম অপশনটি কাজে লাগাতে পারেন।
– মানচিত্রে আপনার বাড়ির অবস্থানে ডান-ক্লিক করুন (মোবাইলে দীর্ঘক্ষণ প্রেস করুন)।

– বিভিন্ন অপশনসহ একটি ছোট মেসেজ বক্স আসবে। তাতে ‘রিপোর্ট এ প্রবলেম’ সিলেক্ট করুন।
– এরপর গুগল আপনাকে ‘গুগল ম্যাপস: রিপোর্ট ইনএপ্রোপ্রিয়েট স্ট্রিট ভিউ’ নামে একটি নতুন পেজ দেখাবে।
– সেখানে ‘মাই হোম’ অপশনটি খুঁজুন এবং ক্লিক করুন। তারপরে ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করুন।
– এখন গুগল আপনার বাড়ির একটি রাস্তা সেই ম্যাপে দেখাবে। প্রাইভেসি নিশ্চিত করতে, একটি লাল বক্স দেখতে পাবেন, সেটিকে টেনে আনুন। এতে আপনি ঠিক যে জায়গাগুলো ব্লার বা অস্পষ্ট করতে চান, সেগুলো করে দিন।
– এবার ‘অ্যাডিশনাল ইনফরমেশন’ এ সিলেক্ট করে, সাবমিট অপশনটি ক্লিক করে দিন।
সূত্র: ইকোনোমিক টাইমস।

You may also like

ঠিকানা

জেলা স্কাউট ভবন খাগড়াছড়ি সরকারি হাইস্কুল মাঠ সংলগ্ন
খাগড়াছড়ি সদর,খাগড়াছড়ি ০১৮৬৬৯৩৩৩৩৩, ০১৬১৯৯১৮৮৭৭ dulalkhagrachari@gmail.com

Edtior's Picks

Latest Articles

© Khagrachari Pratidin

Developed by eDaily IT