Home » ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

by Khagrachari Pratidin
0 comment
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সরকার ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা উপজেলা থেকে শুরু করে বড় বড় শহরে এবং মেডিকেল কলেজ হাসপাতালে সব জায়গাতেই ডেঙ্গুর জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গুর চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ ও স্যলাইনের ব্যবস্থা আছে। ডাক্তার-নার্সদের ডেঙ্গুর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ধীরে ধীরে এই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে এবং এক সময় বাংলাদেশ থেকে ডেঙ্গু নির্মূল হয়ে যাবে।’
রোববার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নতি করণ ও নতুন ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এবছর বন্যা ও বৃষ্টি বেশি ছিল। যার কারণে মশা বেড়েছে। ডেঙ্গু রোগীও বৃদ্ধি পেয়েছে। মশা নিধন করলে ডেঙ্গু অটোমেটিকলি কমে আসবে। এখন পর্যন্ত বাংলাদেশে ২০০-এর বেশি লোক মারা গেছে এবং ৪০ থেকে ৪৫ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।’
মন্ত্রী এসময় বিএনপির রাজনীতি নিয়ে বলেন, ‘বিএনপিকে টেলিভিশনে দেখা যায়, তারা দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে কখনও কাজ করে না। তারা সংবিধান মানে না, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে,  এখনও রাজপথে গাড়ি পোড়ায়। এদের হাতে দেশ নিরাপদ নয়।’
সুধী সমাবেশে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম,  স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামিউল ইসলাম, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরিফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ও সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন প্রমুখ।

You may also like

ঠিকানা

জেলা স্কাউট ভবন খাগড়াছড়ি সরকারি হাইস্কুল মাঠ সংলগ্ন
খাগড়াছড়ি সদর,খাগড়াছড়ি ০১৮৬৬৯৩৩৩৩৩, ০১৬১৯৯১৮৮৭৭ dulalkhagrachari@gmail.com

Edtior's Picks

Latest Articles

© Khagrachari Pratidin

Developed by eDaily IT