139
রাঙ্গামাটির কাপ্তাইয়ে পর্যটকদের জন্য নির্মিত করা হয়েছে নিসর্গ পড হাউস। দৃষ্টিনন্দনভাবে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এ পড হাউসটি নির্মাণ করা হয়েছে।
শিলছড়িস্থ হাজির টেক এলাকায় রাস্তার পাশ ঘেঁষে নিসর্গ ভ্যালী রেস্টুরেন্টের নিচেই তৈরি করা হয় এ নান্দিক পড হাউজ। তিন পার্বত্য জেলার মধ্যে একমাত্র কাপ্তাইয়ে পর্যটকদের থাকার জন্য এ পড হাউজটি নির্মাণ করা হয়। বিদেশে একমাত্র থাইল্যান্ডে রয়েছে এ পড হাউস।
৯ কক্ষ বিশিষ্ট এ পড হাউসটি কাঠ, বাঁশ, ছনসহ বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি করা হয়। পড হাউসের ভিতরে রয়েছে সুন্দর কারুকার্যসহ রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিসর্গ পড হাউসের পরিচালক মো. নাছির উদ্দিন জানান, তিন পার্বত্য জেলায় এ ধরনের কোনো পড হাউস নেই। এটি থাইল্যান্ডের ক্যাটালগের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। পর্যটকদের রাতযাপনের জন্য এটি তৈরি করা হয়। এখানে যারা প্যাকেজ নিয়ে আসবে তাদের জন্য রয়েছে কায়াকসহ সকাল, দুপুর ও রাতে খাওয়ার ব্যবস্থা। রয়েছে পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা। ৩১ ডিসেম্বর পযন্ত ১০% ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।