Home » রেফারিকে চড় মেরে নিষিদ্ধ কোচ

রেফারিকে চড় মেরে নিষিদ্ধ কোচ

by Khagrachari Pratidin
0 comment
খাগড়াছড়ি প্রতিদিন অনলাইন ডেস্ক
রেফারিকে চড় মেরে ৮ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন চীনের ক্লাব লিয়াউনিং শেনইয়াংয়ের কোচ দুয়ান সিন। চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল এই শাস্তির ঘোষণা দেয়। একইসঙ্গে ২০ হাজার ৯০৫ ডলার জরিমানা করা হয়েছে দুয়ানকে।
নানজিংয়ে গত ২৩ জুলাই চীনের দ্বিতীয় স্তরের লিগের ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। রেফারির দেওয়া একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ডাগআউটে উত্তেজিত হয়ে পড়েন দুয়ান। তার অমন আচরণে রেফারি তাকে লাল কার্ড দেখান। এরপরই রেফারিকে চড় মেরে বসেন ওই কোচ।
এ জন্য দুয়ানকে ২৫ জুলাই বরখাস্ত করে লিয়াউনিং শেনইয়াং সিটি।
তার একদিন আগে ওই কাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি স্বীকার করে নেন, রেফারির সিদ্ধান্ত তার মেনে নেওয়া উচিৎ ছিল।
খাগড়াছড়ি প্রতিদিন/ডিএইচ

You may also like

ঠিকানা

জেলা স্কাউট ভবন খাগড়াছড়ি সরকারি হাইস্কুল মাঠ সংলগ্ন
খাগড়াছড়ি সদর,খাগড়াছড়ি ০১৮৬৬৯৩৩৩৩৩, ০১৬১৯৯১৮৮৭৭ dulalkhagrachari@gmail.com

Edtior's Picks

Latest Articles

© Khagrachari Pratidin

Developed by eDaily IT