খাগড়াছড়ি প্রতিদিন ডেস্ক।
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে আরও ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন।
আগামী ৯ আগস্ট ২০২৩ রোজ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের পরিবারের নিকট উক্ত গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
আজ সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ সকল তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রম চালু রয়েছে ।
তিনি সাংবাদিকদের জানান প্রতিটি ঘর ৪০০ বর্গফুট আয়তনের ২ কক্ষ বিশিষ্ট,উভয় কক্ষের সামনে থাকবে সুপরিসর বারান্দা,পেছনে থাকবে রান্নাঘর ও স্বাস্থ্য সম্মত স্যানিটারী ল্যাট্রিন, পাঁকা ঘর গুলোতে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি পুনর্বাসিতদের জন্য রয়েছে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা। ক্লাস্টারভিত্তিক স্থাপিত প্রকল্প গ্রামগুলোতে সুনির্দিষ্ট দৃষ্টিনন্দন লে- আউটের মাধ্যমে অভ্যন্তরীন রাস্তা, কমিউনিটি সেন্টার, পুকুর খেলাম মাঠ প্রভৃতি নিশ্চিত করা হয় এবংপাঁকা বাড়ির পাশাপাশি উপকারভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর করা হবে।
লিখিত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘উপজেলার আশ্রয়ণ প্রকল্পের আওতায় দীঘিনালা উপজেলার জন্য বরাদ্ধতৃত ১০৯৭ টি ঘরের মধ্যে ১ম ও ২য়, ৩য় পর্যায়ে (১ম ধাপে) ৯৪৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। আগামী ৯ আগষ্ট ২০২৩ চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) আরো ১৫০ টি ঘর উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার, উপজেলার সমবায় কর্মকর্তা ত্রিরত্ন চাকমা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি প্রতিদিন/ডিএইচ