Home » আরও ৯ দেশে মুক্তি পাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’

আরও ৯ দেশে মুক্তি পাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’

by Khagrachari Pratidin
0 comment
খাগড়াছড়ি প্রতিদিন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর আরও নয় দেশে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। রোববার রাতে সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান।
নির্মাতা হিমেল আশরাফ তার পোস্টে লিখেছেন, আমেরিকা কানাডার পর প্রিয়তমা আসছে অস্ট্রেলিয়া, দুবাই, সৌদি আরব, আবু ধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়শিয়া, ভারত ও সুইডেনে। আরও দেশে কথা হচ্ছে। আজ ঈদের ১১তম দিন, অফিস ডে, তাও বেশির ভাগ সিঙ্গেল স্ক্রিনের ইভেনিং শো হাউজফুল। শনিবার (৮ জুলাই) স্টারসিনেপ্লেক্সে ২৩টি শো প্রচার হয় যার প্রায় সব শো হাউজফুল ছিল।
তিনি আরও লিখেছেন, ভোলার চরফ্যাশন থেকে নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, সব জায়গায়ই প্রিয়তমার হয়ে কথা বলছেন দর্শক। কারণ ‘প্রিয়তমা’ সাধারণ দর্শকের সিনেমা। তারাই ‘প্রিয়তমা’ দেখছে, প্রচার করছে, সামনে এগিয়ে নিচ্ছে। ঈদের সব সিনেমা ভালো ব্যবসা করছে, আরও করুক। কেউ কারও ব্যবসা নিতে পারে না। যার যেটা প্রাপ্য সে সেটা পাবে। পাচ্ছে।
সারাদেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির সাত দিনের মাথাতেই দর্শক চাহিদার কারণে তিন হাজার ১৫০টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচেপড়া ভিড়ে ১০ কোটি ৩০ লাখ টাকা করেছে ‘প্রিয়তমা’।
এবারের ঈদে পাঁচটি বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর মধ্যে প্রথম থেকেই আলোচিত ছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
খাগড়াছড়ি প্রতিদিন/ডিএইচ

You may also like

ঠিকানা

জেলা স্কাউট ভবন খাগড়াছড়ি সরকারি হাইস্কুল মাঠ সংলগ্ন
খাগড়াছড়ি সদর,খাগড়াছড়ি ০১৮৬৬৯৩৩৩৩৩, ০১৬১৯৯১৮৮৭৭ dulalkhagrachari@gmail.com

Edtior's Picks

Latest Articles

© Khagrachari Pratidin

Developed by eDaily IT