Home » অন্তিম যাত্রায় পাহাড়ের চারণ সাংবাদিক পলাশ বড়ুয়া

অন্তিম যাত্রায় পাহাড়ের চারণ সাংবাদিক পলাশ বড়ুয়া

by Khagrachari Pratidin
0 comment

খাগড়াছড়ি প্রতিদিন ডেস্ক

জীবন-মৃত্যুর লড়াইয়ে শেষাবধি জেতা হলো না সাংবাদিক পলাশ বড়ুয়ার। হাজারো মানুষের আকুতি,প্রার্থনা আর প্রতীক্ষাকে উপেক্ষা করেই যেনো ওপাড়ে পাড়ি জমালেন সবুজ পাহাড়ের আপাদমস্ত এক সংবাদকর্মী ! হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যেই যে জ্ঞান হারালেন আর ফিরলই না সেই প্রাণ,মাত্র ৪৫ বছরেই থমকে গেলো এক বোহেমিয়ান প্রান্তিক সাংবাদিকের জীবন।

দুইদিন আগে রাঙামাটির লংগদু উপজেলায় কয়েকজন শুভার্থীসহ বেড়াতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পলাশ। তাৎক্ষনিকভাবে তাকে রাবেতা মডেল হাসপাতালে চিকিৎসা দিয়ে দ্রুত নিয়ে যাওয়া হয় খাগড়াছড়ি সদর হাসপাতালে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে পাঠানো হয় চট্টগ্রামে। চট্টগ্রামেও চিকিৎসকরা তার জ্ঞান ফেরাতে ব্যর্থ হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে আইসিইউ হয়ে পাঠানো হয় শমরিতা হাসপাতালের লাইফ সাপোর্টে। অবস্থার কোন উন্নতি না হওয়া বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পলাশ।
তার স্বজন রূপায়ন বড়ুয়া মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন পলাশের মৃতদেহ রাতেই ঢাকা থেকে তার বাড়ি দীঘিনালার উদ্দেশ্যে রওনা হবে। সেখানেই ধর্মীয় ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে দাহ করা হবে।
ঢাকায় পলাশের মৃতদেহের সাথে থাকা সংবাদকর্মী অপু দত্তও বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক পলাশ বড়ুয়া শুরু থেকেই প্রথম আলোর সাথে জড়িত ছিলেন,তিনি বর্তমানে তিন পার্বত্য জেলায় পত্রিকাটির একমাত্র উপজেলা প্রতিনিধি। পেশার প্রতি বরাবরই কমিটেড পরিশ্রম তাকে নিজ পেশায় নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। সাংবাদিকতার পাশাপাশি নানান সামাজিক কাজের সাথে জড়িত হয়ে তিনি হয়ে উঠেন পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার অন্যতম আইকন। প্রায় প্রতিদিনই ছবি বা সংবাদে প্রথম আলোর পাতা জুরে ছিলো তার প্রানবন্ত উপস্থিতি। মিশুক,সদালাপি পলাশ হয়ে উঠেছিলেন পাহাড়ের গণমানুষের প্রিয় সাংবাদিক।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন স্বেচ্ছাসেবকদের অকৃত্রিম বন্ধু।দীঘিনালা সরকারি কলেজ  রোভার স্কাউট গ্রুপ এবংযুব রেড ক্রিসেন্ট দীঘিনালা  ইউনিটসহ সকল সংগঠনের সামাজিক কাজে সাংবাদিক পলাশ বড়ুয়ার সরব উপস্থিতি সবাইকে উৎসাহিত করতো।তার লেখনিতে ফুটে উঠত নানাবিধ সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা।

banner

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা রোভার কমিশনার মোহাম্মদ নাজিম উদ্দিন ও জেলা রোভার স্কাউটস সম্পাদক মো: দুলাল হোসেনসহ পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,ব্যক্তি ও প্রতিষ্ঠান।

খাগড়াছড়ি প্রতিদিন/ডিএইচ

You may also like

ঠিকানা

জেলা স্কাউট ভবন খাগড়াছড়ি সরকারি হাইস্কুল মাঠ সংলগ্ন
খাগড়াছড়ি সদর,খাগড়াছড়ি ০১৮৬৬৯৩৩৩৩৩, ০১৬১৯৯১৮৮৭৭ dulalkhagrachari@gmail.com

Edtior's Picks

Latest Articles

© Khagrachari Pratidin

Developed by eDaily IT