পূর্ববর্তী সংবাদ
১৭৬ জুয়া সংক্রান্ত ওয়েবসাইট বন্ধ করল বিটিআরসি
প্রকাশকাল : ১৭ ফেব্রু ২০১৯
মন্তব্য : ০
প্রতিদিন ডেস্ক: অনলাইনে জুয়া খেলার ১৭৬টি ওয়েবসাইট বন্ধ করেছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিটিআরসি রোববার (১৭ ফেব্রুয়ারি) দেশের সব ইন্টারনেট সরবরাহকারী গেটেওয়ে ও টেলিকম ডিপার্টমেন্টকে জুয়া সংক্রান্ত ওয়েবসাইটগুলো বন্ধের নির্দেশ দেন।
নিরাপদ ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি কর্তৃপক্ষ।
বিটিআরসি আজ বিকেলে এই আদেশ দেওয়ার পর থেকে ১৮৬টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। যা এখন থেকে আর বাংলাদেশে ব্যবহার করা যাবে না।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক বলেন, ‘একে একে সাইটগুলো বন্ধ করা হচ্ছে, সবগুলো সাইট বন্ধ করতে কয়েক ঘণ্টা সময় লেগে যেতে পারে।’
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘তারা আগে থেকেই সাইটগুলো বন্ধ করার ব্যাপারে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছেন।’
এর আগেও ইন্টারনেট নিরাপত্তা ও টু-জি লেভেল প্রগ্রামের আওয়াত ১৫২৩টি ওয়েবসাইট বন্ধ করেছে সরকার।
এর আগে এ ধরনের সাইটগুলোকে ক্ষতিকর বলে উল্লেখ করে তা বন্ধ করা হবে বলেও জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জাব্বার।
বিঃ দ্রঃ ‘খাগড়াছড়ি প্রতিদিন’ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। ধর্ম ও রাষ্ট্রবিরোধী কিংবা সাম্প্রদায়িক উষ্কানীমূলক মন্তব্য না করার জন্য পাঠকদের প্রতি অনুরোধ রইলো। কর্তৃপক্ষ যে কোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখে।