রামগড়ে শীতার্তদের পাশে বিষ্ণু দত্ত
নিজস্ব প্রতিবেদক: এলাকার হতদরিদ্র, অসহায় লোকদের পাশে শীত বস্ত্র নিয়ে দাঁড়িয়েছেন সমাজ-সেবক বিষ্ণু দত্ত। প্রতি বছরই তিনি হাজার হাজার শীত বস্ত্র দিয়ে থাকেন। প্রতি বছরের মতো চলমান শীত মৌসুমেও তিনি শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছেন। গতকাল (বৃহস্পতিবার) বিকেলেও তিনি তার রামগড়স্থ উত্তর গর্জনতলী এলাকার মানুষদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।
চলতি মাসে কয়েকশত লোককে তিনি শীত বস্ত্র দিয়েছেন। শুধু শীত বস্ত্র নয়, এলাকার মানুষের প্রত্যেক অভাব-অভিযোগে এবং সহযোগিতায় থাকেন তিনি। বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির পাশাপাশি তিনি জনপ্রতিনিধি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। মানবসেবার উজ্জ্বল সেবক তিনি। তার জন্য খাগড়াছড়িপ্রতিদিনডটকম এর পক্ষ থেকে শুভ কামনা।