পূর্ববর্তী সংবাদ
বাংলাদেশ স্কাউটস’র ন্যাশনাল সার্টিফিকেট পাচ্ছেন সম্পাদক দুলাল হোসেন
প্রকাশকাল : ০৬ জানু ২০২১
মন্তব্য : ০

খাগড়াছড়ি প্রতিদিন ডেস্ক
বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্টিফিকেট পাচ্ছেন খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মোঃ দুলাল হোসেন। স্কাউটস এর ২০১৯-২০২০ সালের বার্ষিক প্রতিবেদনে রোভার স্কাউটের বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় খাগড়াছড়ি জেলা থেকে ন্যাশনাল সার্টিফিকেট অর্জন করেন তিনি।
মোঃ দুলাল হোসেন খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে জেলা রোভারের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের আরএসএলের দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি তিনি একই কলেজে শিক্ষকতাও করছেন।
এছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্বপালন করছেন। গত মঙ্গলবার (৫ জানুয়ারি) বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল থেকে প্রকাশিত প্রতিবেদনে ন্যাশনাল সার্টিফিকেট প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। ন্যাশনাল সার্টিফিকেট প্রাপ্ত খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মোঃ দুলাল হোসেন বলেন, ‘বাংলাদেশ স্কাউটস এর রোভার অঞ্চল ঘোষিত সকল কার্যক্রম বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া খাগড়াছড়ি জেলায় রোভার স্কাউটের কার্যক্রম গতিশীল করতে ও সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষে কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের গ্রুপ রয়েছে। এছাড়া আমাদের অনেকগুলো মুক্তদলও কাজ করছে। কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে ন্যাশনাল সার্টিফিকেট দেয়ায় রোভার অঞ্চলকে ধন্যবাদ জানাচ্ছি।’
খাগড়াছড়ি প্রতিদিন/দিআরা
বিঃ দ্রঃ ‘খাগড়াছড়ি প্রতিদিন’ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। ধর্ম ও রাষ্ট্রবিরোধী কিংবা সাম্প্রদায়িক উষ্কানীমূলক মন্তব্য না করার জন্য পাঠকদের প্রতি অনুরোধ রইলো। কর্তৃপক্ষ যে কোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখে।