পূর্ববর্তী সংবাদ
বাংলাদেশ মানবাধিকার কমিশনের খাগড়াছড়ি সদর উপজেলা কমিটি গঠিত
প্রকাশকাল : ০৮ এপ্রি ২০১৯
মন্তব্য : ০
প্রতিদিন ডেস্ক: খাগড়াছড়িতে বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার কমিটি গঠন হয়েছে। সোমবার বিকেলে খাগড়াছড়ি সদরের একটি কনভেনশন সেন্টারে খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বুলবুল আহমেদকে সভাপতি, মো: আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং উত্তম দে রনিকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান। সাধারণ সভায় জেলা শাখার সভাপতি এডভোকেট মহিউদ্দিন কবীর, সাংগঠনিক সম্পাদক মুহম্মদ ইলিয়াছ উজ জামান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিঃ দ্রঃ ‘খাগড়াছড়ি প্রতিদিন’ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। ধর্ম ও রাষ্ট্রবিরোধী কিংবা সাম্প্রদায়িক উষ্কানীমূলক মন্তব্য না করার জন্য পাঠকদের প্রতি অনুরোধ রইলো। কর্তৃপক্ষ যে কোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখে।