দুস্থদের পাশে খাগড়াছড়ি ওয়ালটন প্লাজা
নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে চলছে ১০ দিনের সাধারণ ছুটি। টানা এ ছুটিতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। দৈনিক রোজগারে যেসব সংসার চলত কর্মহীন হয়ে পড়ায় এখন এসব পরিবারে চলছে অভাব, অনটন। দূর্যোগকালীন এ সময়ে সামাজিক দায়বদ্ধতা থেকে নিম্নআয়ের ও দুস্থ মানুষের পাশে দাড়িঁয়েছে ইলেকট্রনিক্স পণ্যের দেশীয় কোম্পানী ওয়ালটন গ্রুপ। খাগড়াছড়ি ওয়ালটন প্লাজার পক্ষ থেকে জেলা সদরের বিভিন্ন এলাকার ৪০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
ওয়ালটন প্লাজা খাগড়াছড়ির ব্যবস্থাপক মো. খন্দকার সালাহউ্দ্দিনের তত্ত্বাবধানে প্লাজার বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও কর্মীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাগ নিয়ে দুস্থদের মাঝে পৌঁছে দেন এসব সামগ্রী।
সাধারণ ছুটি চলাকালীন সময়ে সুযোগ থাকলে এ ধরণের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে নেয়ার কথা জানান মো. খন্দকার সালাহউদ্দিন।