পূর্ববর্তী সংবাদ
দীঘিনালায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি; থানায় জিডি
প্রকাশকাল : ১৬ এপ্রি ২০২০
মন্তব্য : ০
দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোটমেরুং এলাকায় অবৈধভাবে খাদ্য বান্ধব কর্মসূচি’র চাল মজুদের অভিযোগে গত ১৩ এপ্রিল ১ ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযুক্ত ডিলার মোঃ জহির হোসেন পলাতক রয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি সাপ্তাহিক চট্টবাণী পত্রিকা ও সিএইচটি বাংলাদেশ’এ পৃথকভাবে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক চট্টবাণী পত্রিকা’র খাগড়াছড়ি জেলা ফটোগ্রাফার ও সিএইচটি বাংলাদেশ’র এর নিজস্ব প্রতিবেদক মোঃ ইদ্রিছ আলীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে পলাতক ডিলার মোঃ জহির হোসেন’র ছোটভাই মোঃ জাহিদুল ইসলাম ও ভগ্নিপতি মোঃ আবদুর রহমান।

এ বিষয়ে মোঃ ইদ্রিছ আলী দীঘিনালা থানায় নিজের আত্মসম্মান ও জীবনের নিরাপত্তার দিক বিবেচনা করে দীঘিনালা থানায় সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি নং-৫৬২/২০২০। এ বিষয়ে সাপ্তাহিক চট্টবাণী পত্রিকা’র খাগড়াছড়ি জেলা ফটোগ্রাফার ও সিএইচটি বাংলাদেশ’র এর নিজস্ব প্রতিবেদক মোঃ ইদ্রিছ আলী বলেন’ সংবাদ প্রকাশের জেরে আমাকে পলাতক মোঃ জহির ও তার আত্মীয় স্বজন বিশেষ করে তার ছোটভাই মোঃ জাহিদুল ইসলাম ও দুলাভাই মোঃ আবদুর রহমান আমাকে শেষ করে দেওয়া অথবা দীঘিনালা ছাড়া করার হুমকি দিচ্ছে। এজন্য আমি দীঘিনালা থানায় সাধারণ ডায়েরি করেছি৷ এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হুমকি দিয়ে আসছে পলাতক ডিলার মোঃ জহির হোসেন’র পরিবারের লোকজন৷
দিঘীনালা থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দে থানায় সাধারণ ডায়েরী দায়েরের সত্যতা স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিঃ দ্রঃ ‘খাগড়াছড়ি প্রতিদিন’ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। ধর্ম ও রাষ্ট্রবিরোধী কিংবা সাম্প্রদায়িক উষ্কানীমূলক মন্তব্য না করার জন্য পাঠকদের প্রতি অনুরোধ রইলো। কর্তৃপক্ষ যে কোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখে।