পূর্ববর্তী সংবাদ
দীঘিনালায় রেড ক্রিসেন্ট’র সেলটার কিটস বিতরণ
প্রকাশকাল : ২৬ নভে ২০২০
মন্তব্য : ০
দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেড ক্রসের সহযোগিতায় দুর্যোগকালীন সেবা প্রদানের লক্ষে কমিউনিটি পর্যায়ে সেলটার কিটস বিতরণ করেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে দীঘিনালার মেরুং ইউনিয়নের পশ্চিম বেতছড়ি কমিউনিটিতে ওয়াটার স্যানিটেশন ও হাইজিন-ওয়াশ প্রকল্পের আওতায় এই সেলটার কিটস বিতরণ করা হয়।
সেলটার কিটস ও হাইজিন সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য কংজরী চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী পলাশ বড়ুয়া, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার আব্দুল গনি মজুমদার, ওয়াশ প্রকল্প কর্মকর্তা হিমাংকর চাকমা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে কংজরী চৌধুরী বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারাদেশে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য জেলাগুলোর প্রত্যন্ত এলাকায় আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেড ক্রস যৌথভাবে কাজ করছে।’
উল্লেখ্যে, দীঘিনালা উপজেলার ইকোসেক ও ওয়াশ প্রকল্পভূক্ত ডুলুছড়ি পাড়া, চিত্ত মেম্বার পাড়া, কালাচাঁদ মহাজন পাড়া এবং শান্তিলক্ষিপুর কমিউনিটিতে প্রতি ১০ পরিবার প্রতি ১ সেট সেলটার কিটস ও প্রতি পরিবার প্রতি ২টি করে বালতি সহ দুর্যোগ মোকাবিলা ও হাইজিন সরঞ্জাম বিতরণ করা হয়।
বিঃ দ্রঃ ‘খাগড়াছড়ি প্রতিদিন’ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। ধর্ম ও রাষ্ট্রবিরোধী কিংবা সাম্প্রদায়িক উষ্কানীমূলক মন্তব্য না করার জন্য পাঠকদের প্রতি অনুরোধ রইলো। কর্তৃপক্ষ যে কোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখে।