তিন দফা দাবী বাস্তবায়ন চেয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের আলোকে বিচার বিভাগীয় কর্মচারীদের বেতন-ভাতা স্কেল নির্ধারণ, বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করাসহ তিন দফা দাবীতে খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখা। বুধবার (১১ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের কাছে স্মারকলিপি প্রদান করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এ.এইচ.এম ছেরাজুম মুনির, সাধারণ সম্পাদক রনি মারমা ও সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দফা দাবি সমূহ বাস্তবায়নে সরকার ২৬ নভেম্বরের মধ্যে দাবী বাস্তবায়ন না করলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।