খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে গুইমারা সরকারি কলেজের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
খাগড়াছড়ি প্রতিদিন ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে গুইমারা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মানিকছড়ি উপজেলায় যাওয়ার পথে গুইমারায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতকালে গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন,প্রভাষক শামীন উদ্দিন,প্রভাষক মোজাম্মেল হক. প্রভাষক অর্জুন নাথ উপস্থিত ছিলেন।
এই সময় অরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মেমং মারমা,হিরনজয় ত্রিপুরা এবং ইউপি চেয়ারম্যান সাইথোয়াই মারমা ও রেদাক মারমা।
এইসময় গুইমারা সরকারি কলেজের উন্নয়নে আবেদনের প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে খাগড়াছড়ি জেলা পরিষদ সব ধরনের সহযোগিতা প্রদান করতে আগ্রহী বলে জানান পাজেপ চেয়ারম্যান।
খাগড়াছড়ি প্রতিদিন/এমডিএইচ