কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামের ওপর জেলা প্রশাসকের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক সমাজ। সোমবার সকালে জেলা সদরের শাপলা চত্বরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধনের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্যের সঞ্চালনায় ও সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য ও বাংলা ট্রিবিউনের খাগড়াছড়ি প্রতিনিধি জসিম উদ্দিন মজুমদার, দৈনিক সমকালের খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী, কালের কণ্ঠের প্রতিনিধি আবু দাউদ, প্রথম আলোর জয়ন্তী দেওয়ান, একুশে টিভি’র চিংমেপ্রু মারমা, প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি পলাশ বড়ুয়া, দীঘিনাল প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, পানছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু ও যুগান্তরের খাগড়াছড়ি প্রতিনিধি সমীর মল্লিক অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন শুধুমাত্র প্রত্যাহার করে আড়াল করলে হবে না। ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সুলতানা পারভীন সহ জড়িত সকলদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বসতবাড়ির দরজা ভেঙ্গে সন্ত্রাসী কায়দায় ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামে মারধর করতে করতে জেলা প্রশাসকে কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আধা বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা রাখার দায়ে টাকা এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। দণ্ডের ওপর আপীল করে গত রোববার তার জামিন করা হয়।