আবারো খাগড়াছড়ি আইনজীবী সমিতির নেতৃত্বে আশুতোষ-মামুন
নিজস্ব প্রতিবেদক:
আবারো খাগড়াছড়ি আইনজীবী সমিতির নেতৃত্বে এডভোকেট আশুতোষ চাকমা ও এডভোকেট আকতার উদ্দিন মামুন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট কামাল উদ্দিন মজুমদার ও নির্বাচন কমিশনার এডভোকেট অনুপম চাকমা বলেন সোমবার সকাল ১০টা হতে বিকেল ২টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন এডভোকেট আশুতোষ চাকমা।
তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী এডভোকেট সুপাল চাকমা পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদকসহ ১৪ সদস্য বিশিষ্ঠ কমিটির বাকী ১৩জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্ধিতায়।
সাধারণ সম্পাদক পদে এডভোকেট আকতার উদ্দিন মামুন, সহ-সভাপতি পদে আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ বেদারুল ইসলাম, অর্থ সম্পাদক পদে এডভোকেট মোখলেছুর রহমান ভূঞা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এডভোকেট শেখ মোঃ জামাল হোসেন সিদ্দিকী, পাঠাগার সম্পাদক এডভোকেট কবির হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট সৃজনী ত্রিপুরা, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক পদে এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সমাজসেবা ও জনকল্যান সম্পাদক পদে এডভোকেট শুভ্রদেব ত্রিপুরা, সদস্য হিসেবে এডভোকেট আবদুল্লাহ আল মামুন, এডভোকেট আলো প্রদীপ চাকমা ও এডভোকেট শাহীন আলম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।
নব-নির্বাচিত কমিটির সভাপতি এডভোকেট আশুতোষ চাকমা ও এডভোকেট আকতার উদ্দিন মামুন আইনজীবী সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবাই মিলে আইনজীবী সমিতিকে আরো এগিয়ে নিয়ে যাবার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, সভাপতি হিসেবে এডভোকেট আশুতোষ চাকমা পঞ্চমবারের মতো এবং সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট আকতার উদ্দিন মামুন তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন।
মোবাইল: ০১৭৬৩৩৯৬১৩৩