পূর্ববর্তী সংবাদ
অর্থ আত্মসাতে সাবেক মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশকাল : ১২ মে ২০১৬
মন্তব্য : ০
খাগড়াছড়ি : জেলার মাটিরাঙা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরীসহ পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে মাটিরাঙা থানায় মামলা দায়ের করেছে দুদক।
বুধবার রাতে মামলাটি নথিভুক্ত হয়েছে বলে স্বীকার করেছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু।
তিনি জানান, সাবেক পৌর মেয়র তার আমলে ভুয়া প্রকল্প দেখিয়ে পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, কার্য সহকারী আনোয়ার হোসেন ও হিসাবরক্ষক প্রশান্ত কুমার সাহাকে নিয়ে উন্নয়ন বরাদ্দের তিন লাখ টাকা আত্মসাৎ করেন। দীর্ঘদিন এ বিষয়ে তদন্ত করে বুধবার রাতে দুদকের সহকারী পরিচালক (রাঙামাটি অফিস) জাহিদ সালাম চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
বিঃ দ্রঃ ‘খাগড়াছড়ি প্রতিদিন’ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। ধর্ম ও রাষ্ট্রবিরোধী কিংবা সাম্প্রদায়িক উষ্কানীমূলক মন্তব্য না করার জন্য পাঠকদের প্রতি অনুরোধ রইলো। কর্তৃপক্ষ যে কোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখে।